লীলা নাগ: বাঙ্গালি নারী জাগরণের পথিকৃৎ

সবেমাত্র বিশ শতকের সূত্রপাত হয়েছে তখন, পুরুষতান্ত্রিক সমাজে নারীশিক্ষা, নারীর রাজনীতিতে অংশগ্রহণ তখনও প্রায় নৈব নৈব চ। কিছু নারী অবশ্য দমে যাননি; সমাজের মুখাপেক্ষী হয়ে না থেকে নারীর শিক্ষা, নারীর রাজনীতি, নারীর আন্দোলন সকল ক্ষেত্রেই সমান অবদান রেখেছেন। তাদের মধ্যে একজন বিখ্যাত নারী লীলাবতী নাগ। লীলা নাগ এর পরিচয় দিতে গেলেই আমরা এক ডাকে তাঁকে […]