গেরুয়া বসনে একতারা হাতে টুংটাং করতে করতে হেটে যাওয়া মানুষদের দেখলেই একটা বিশেষ শ্রেনীর কথা মানসপটে ভেসে ওঠে। হ্যাঁ, বাউল ফকিরদের কথাই বলছি। বাউল লোকসম্প্রদায়ের একটি সাধন-ভজন গোষ্ঠী, যারা গ্রামে-গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের দেখা গেলেও সাধারণত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর এবং পাবনা অঞ্চলেই এদের বেশি দেখা যায়। […]