বাউল সম্প্রদায়: বাঙ্গালী চিরায়ত সংস্কৃতির ধারক

গেরুয়া বসনে একতারা হাতে টুংটাং করতে করতে হেটে যাওয়া মানুষদের দেখলেই একটা বিশেষ শ্রেনীর কথা মানসপটে ভেসে ওঠে। হ্যাঁ, বাউল ফকিরদের কথাই বলছি। বাউল লোকসম্প্রদায়ের একটি সাধন-ভজন গোষ্ঠী, যারা গ্রামে-গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের দেখা গেলেও সাধারণত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর এবং পাবনা অঞ্চলেই এদের বেশি দেখা যায়। […]