Ghoul: নির্যাতন ও প্রতিশোধের এক শ্বাসরূদ্ধকর কাহিনী

এক নিদা রহিম। একজন সদ্য নিয়োগপ্রাপ্ত মিলিটারি ট্রেইনি অফিসার। সামরিক অ্যাকাডেমিতে অধ্যয়নের ফলে সামরিক শাসনই তার ধ্যান-জ্ঞান। আইনের বহির্ভূত যেকোন কর্মকাণ্ডই তাঁর দৃষ্টিতে অপরাধ। কাজের প্রতি অনুরক্ত নিদা মুসলিম হওয়া সত্ত্বেও দেশকে জঙ্গিমুক্ত রাখতে অঙ্গীকারবদ্ধ। নিদার বিশ্বাস, নির্দোষ মানুষ মেরে যারা নিজের স্বার্থ হাসিল করে, তারা কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। নিদার কাজের প্রতি […]