“ভগবানে বিশ্বাস কর?” গণেশ গাইতোণ্ডের এই সংলাপ দিয়েই শুরু হয় নেটফ্লিক্স প্রযোজিত প্রথম ভারতীয় সিরিজ ‘Sacred Games’। ইন্দো-আমেরিকান লেখক বিক্রম চন্দ্রের ২০০৫-এ লিখিত ‘Sacred Games’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। নামের মধ্যে পবিত্রতা থাকলেও ‘Sacred Games’ হচ্ছে সামাজিক বৈষম্য, অমানবিক হিংস্রতা, ধর্মীয় গোড়ামি, লালসা এবং ঈর্ষার উপাখ্যান। কাহিনির প্রধান দুই চরিত্র হচ্ছে মুম্বাই মাফিয়া বস […]