কাগজে কলমে ১৯৪৭ সালকে আমরা ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের অবসানের বছর এবং ভারত ও পাকিস্তান নামের ২টি নতুন স্বাধীন দেশের অভ্যুদয়ের বছর হিসেবেই মনে রাখি। কিন্তু এসকল তথ্যের আড়ালে আরো যে কত অসংখ্য অজানা কথা লুকিয়ে রয়েছে পর্দার আড়ালে তা বেশিরভাগ সময়ই তা এড়িয়ে যায় আমাদের দৃষ্টি। ভারতের শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন যখন গান্ধী, জিন্নাহদের […]