শচীন দেববর্মণ, যিনি এস.ডি. বর্মণ নামে ভারতে অধিক পরিচিত, হিন্দি ও বাংলা চলচ্চিত্রের সূচনালগ্নের এক বিখ্যাত সংগীত পরিচালক, সুরকার ও গায়ক। ধ্রুপদী সংগীত ও লোকগীতির সমন্বয়ে তিনি সৃষ্টি করেন সংগীতের এক ভিন্ন ধারার। তাকে মনে করা হয় ভারতীয় চলচ্চিত্রের সংগীত পরিচালকদের পথপ্রদর্শক। আর ভারতীয় সংগীত জগতের এই নক্ষত্রের জন্ম হয়েছিল আমাদের বাংলাদেশে। শচীন দেববর্মণ ১৯০৬ […]