আগাথা ক্রিস্টি: দ্যা কুইন অব মিস্ট্রি

তার বই বিক্রি হয়েছিলো ২০০ কোটি কপির ওপরে, অনূদিত হয়েছে ১০৩টি ভাষায়। বই অবলম্বনে নির্মিত চলচ্চিত্র থিয়েটারে চলেছে ষাট বছরেরও অধিক সময় ধরে। সমালোচকরা বলতেন, শৈল্পিক গুণে মানে শেক্সপিয়ারের পরেই তার স্থান। সারা পৃথিবীতে “দ্যা কুইন অফ মিস্টেেরি” নামে পরিচিত তিনি। হ্যা, বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখিকা আগাথা ক্রিস্টির কথাই বলছি। গোয়েন্দা উপন্যাস আর […]