বই রিভিউঃ দ্য ডিসকভারি অব ইন্ডিয়া

“দ্য ডিসকভারি অব ইন্ডিয়া” বইটি ভারতের প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কর্তৃক লিখিত।  বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”-র ন্যায় এ বইটির ও জন্ম নেহরুর কারাবাসকালে। ১৯৪৪ সালে আহমেদনগর দূর্গের কারাগারে রাজনৈতিক বন্দী হিসেবে থাকাকালীন তিনি বইটি লিখতে শুরু করেন। কারাবাসের সঙ্গী হিসেবে রাজনৈতিক সহবন্দীদের উৎসর্গ করা বইটি বিভক্ত দশটি পরিচ্ছদে। পরিচ্ছদগুলো মূলত ভারতীয় উপমহাদেশের আদি […]