সময়টা ১৯৯৩। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের করে আনা হয়েছে বাকের ভাইয়ের লাশ। কিছুক্ষণ আগেই হত্যাকান্ডের আসামী হিসেবে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছিল তাকে। নিজ এলাকার প্রাণপুরুষ ছিলেন বাকের ভাই, প্রয়োজনে পাশে দাড়িয়েছেন সকলের, কিন্তু ফাঁসির পরে তার মৃতদেহ বহন করতে আসেনি তাদের কেউই। এসেছিল শুধু মুনা। না, তথাকথিত কোনো সম্পর্ক তাদের মাঝে ছিল না। কিন্তু […]