লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে আজকে। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবারের মত সুযোগ পাওয়া আইসল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে দল দুইটি। সাউথ আমেরিকান পরাশক্তিরা তাদের প্রথম ম্যাচেই চাইবে বিশ্বকাপের মঞ্চে নতুন আইসল্যান্ডের বিপক্ষে দুরন্ত সুচনা করা। কিন্তু বাছাইপর্বে দুর্বল পারফর্ম করা আর্জেন্টিনা দলকে খেলতে হবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আইসল্যান্ড দলের বিপক্ষে। আর্জেন্টিনা অধিনায়ক মেসি প্রতিপক্ষ হিসেবে আইসল্যান্ডকে যথেষ্ট সমীহ করছেন।
“আইসল্যান্ড গত ইউরোতে প্রমাণ করেছে যে তারা যে কোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে”
লিওনেল মেসি
খুব সম্ভবত ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপই হতে চলেছে মেসির শেষ বিশ্বকাপ। গত বিশ্বকাপে শিরোপার এত কাছে যেয়ে খালি হাতে ফিরে আসা মেসি এবার শিরোপা জয় করেই দেশে ফিরতে চান। কিন্তু বাছাইপর্বে ধুঁকতে থাকা আর্জেন্টিনা দলকে নিয়ে বিশ্বকাপ জেতাকে মেসির জন্য কঠিন বলে মানছেন সকলে।
বিশ্বকাপ বাছাইপর্বে মেসির আর্জেন্টিনা যেখানে তাদের শেষ ম্যাচে মেসির হ্যাট্রিকের উপর ভর করে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, সেখানে আইসল্যান্ড ক্রোয়েশিয়া, তুরস্ক, ইউক্রেন-এর মত দেশদের হারিয়ে তাদের গ্রুপের প্রথম দল হিসেবে বাছাইপর্বের বাধা পার করেছে।
ইউরো-২০১৬তে ইংল্যান্ডকে হারিয়ে আইসল্যান্ড টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছে গিয়েছিল। মাত্র ৩,৩০,০০০ জনসংখ্যার এই রাষ্ট্রটি বিশ্বকাপের মূল পর্বে খেলা সবথেকে ছোট দেশ। ফিফা র্যাঙ্কিং-এ বর্তমানে ২২তম আইসল্যান্ড, বিশ্বকাপ ঐতিহ্যে আর্জেন্টিনা থেকে যোজন যোজন পিছনে। কিন্তু তারপরও তাদের কোচ হলগ্রিমসন আত্মবিশ্বাসী আর্জেন্টিনার বিপক্ষে ভালো কিছু করার ব্যাপারে। পেশায় ডেন্টিস্ট হলগ্রিমসনের চোখে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচ তাদের ফুটবল ইতিহাসের সব থেকে বড় ম্যাচ।
“আইসল্যান্ডের ফুটবল ইতিহাসের সবথেকে বড় ম্যাচ হতে চলেছে এটা। দলের সবাই ম্যাচটির জন্য তৈরি।”
আইসল্যান্ড কোচ হলগ্রিমসন
মেসিকে আটকানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি প্রি-ম্যাচ প্রেস কনফেরেন্সে। ইউরোতে রোনালদোর পর্তুগালকে যেভাবে ১-১ ড্রতে বাধ্য করেছিল আইসল্যান্ড, একইভাবে মেসিকেও তার দল আটকাতে পারবে বলে তার বিশ্বাস।
“মেসিকে নিয়ে আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। আসলে সবাই তাকে আটকানোর জন্য পূর্বে সম্ভাব্য সবকিছুই করেছে। কিন্তু সে প্রতিবারই গোল করার পথ খুঁজে বের করে ফেলে।। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম।”
আইসল্যান্ড কোচ হলগ্রিমসন
আর্জেন্টিনা কোচ সাম্পাওলি প্রি ম্যাচ প্রেস কনফেরেন্সে আইসল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য দল ঘোষণা করে ফেলেছেন। অ্যাগুয়েরোকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছেন সাম্পাওলি।
আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা একাদশঃ ক্যাবায়েরো, সালভিও, ওটামেন্ডি, রোহো, তাগ্লিয়াফিকো, মেজা, মাশচেরানো, ডি মারিয়া, বিলিয়া, মেসি, অ্যাগুয়েরো।
আর্জেন্টিনার এই একাদশে ইউরোপের বিভিন্ন বড় ক্লাবের ফুটবলার থাকা সত্ত্বেও দলটি অতিমাত্রায় মেসি নির্ভর। আর অপরদিকে আইসল্যান্ড পুরোপুরি দলীয় সমন্বয়ের ভিত্তিতে খেলা এক দল। আর্জেন্টিনা কোচ সাম্পাওলি ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজেও এই বাস্তবতাকে স্বীকার করেছেন।
“এই দলটি (আর্জেন্টিনা) তার দল। আর মেসি তার কাঁধে দলকে বহন করতে সক্ষম।”
আর্জেন্টিনা কোচ সাম্পাওলি
বাংলাদেশের ও সারা বিশ্বের অসংখ্য মুসলিমদের মেসি কি ঈদের দিনে একটি আর্জেন্টিনা জয় উপহার দিতে পারবেন, নাকি বিশ্বকাপ অভিষেকেই আইসল্যান্ডের ‘ভাইকিং ক্লাপ’ সেলিব্রেশন দেখবে পুরো বিশ্ব। এর উত্তর পাওয়ার জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।