বিশ্বকাপ ম্যাচ প্রিভিউঃ ব্রাজিল বনাম সুইজারল্যান্ড

রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল আজ বাংলাদেশ সময় রাত ১২টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে। কোচ তিতের অধীনে দারুণ খেলতে থাকা চাইবে বাছাইপর্বের ফর্ম বিশ্বকাপের মূল পর্বে টেনে আনতে। অপরদিকে তাদের প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ দল সুইজারল্যান্ড চাইবে ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকে নিজের শক্তির জানান দেয়া।

বাছাইপর্বের মত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতেও জয়ের ধারাকে অব্যাহত রেখেছে সেলেকাওরা। নেইমারের নেতৃত্বে কৌতিনহো, জেসুস, ফিরমিনো, উইলিয়ানের মত তারকাদের দিয়ে সাজানো ব্রজিলের আক্রমণভাগ দারুণ ছন্দে খেলছে। কোচ তিতের অধীনে ২১ ম্যাচে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। 

গত বিশ্বকাপে জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ পরাজয় এখনো ব্রাজিল সমর্থকদের পীড়া দেয়। কিন্তু ব্রাজিল দল এই বিশ্বকাপে শিরোপা জয়ের মাধ্যমে গত বিশ্বকাপের দুঃসহ স্মৃতিকে পুরোপুরি মুছে ফেলতে চায়। আত্মবিশ্বাসী ব্রাজিল দল তাই এবার তাদের হেক্সা জয়ের জন্য বদ্ধপরিকর।

“আমরা এখন আর ৭-১ গোলের পরাজয় নিয়ে ভাবছি না। আবারো বিশ্বকাপ জয় করে ইতিহাস লেখবার সুযোগ রিয়েছে আমাদের হাতে।”

ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা

ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড বাছাইপর্বে টানা নয়টি ম্যাচ জিতে মূলপর্বে কোয়ালিফাই করেছে। বিশ্বকাপের ৪টি প্রস্তুতি ম্যাচেও অপরাজিত থেকেছে দলটি। সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেটকোভিচ ব্রাজিল দলের মূল অস্ত্র নেইমারকে আটকানোর জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন।

“অবশ্যই নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। পুরো ম্যাচে তাকে আটকে রাখা কঠিন হবে। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এমন তার মত বড় মাপের খেলোয়াড়ের বিরুদ্ধে খেলার জন্য।”

সুইজারল্যান্ড কোচ পেটকোভিচ

ইঞ্জুরি শঙ্কা কাটিয়ে নেইমার ফিরে এসেছেন ব্রাজিল একাদশে। ২টি প্রস্তুতি ম্ম্যাচে গোল করে ইঙ্গিত দিয়েছেন তার সেরা ফর্মে ফিরে আসার। আক্রমণভাগে নেইমারকে সঙ্গ দিবে কৌতিনহো এবং জেসুস বা ফিরমিনোর মধ্যে একজন।

বিশ্বকাপে ব্রাজিল আর সুইজারল্যান্ডের সাক্ষাৎ এর আগে মাত্র একবার হয়েছিল আর তাও ১৯৫০ সালে। সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। 

ব্রাজিল তাদের সর্বশেষ ১২টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত। যার মধ্যে ১০টি জয় ও ২টি ড্র। গ্রুপ পর্বে তাদের সর্বশেষ পরাজয় নরওয়ের বিপক্ষে ১৯৯৮ সালের বিশ্বকাপে।

বিশ্বকাপের ইতিহাসের সব থেকে সফল দল ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপা জয়কে পাখির চোখ করেই রাশিয়া বিশ্বকাপে এসেছে। আজকের ম্যাচে ব্রাজিল অবশ্যই জয়ের জন্য ফেভারিট। কিন্তু ২০১০ সালের বিশ্বকাপ বিজেতা স্পেনকেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড। আজকের ম্যাচেও কি এরকম কোনো অঘটন ঘটবে নাকি জোগো বনিতোর ছন্দে মাতবে রাশিয়া দেখার জন্য আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। 

Post Author: Ashfaq Niloy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *