বিশ্বকাপ ম্যাচ প্রিভিউঃ স্পেন বনাম পর্তুগাল

আজ ২০১৮ বিশ্বকাপের ২য় দিনে এবারের টুর্নামেন্টের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগাল ও স্পেন। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন ২০১৪ বিশ্বকাপে বাদ পড়ে গিয়েছিল ১ম রাউন্ডেই। এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী এই দলটি এবারের টুর্নামেন্টে শিরোপা জয়ের টার্গেট নিয়েই এসেছে। আর তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরো চ্যাম্পিয়ান পর্তুগাল। যদিও পর্তুগালের বিশ্বকাপের রেকর্ড খুব একটা ভালো নয়, কিন্তু ৫ বারের ব্যালন ডি আর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এবারের বিশ্বকাপে অনেকের চোখেই শিরোপার দাবিদার। স্পেন পর্তুগাল ম্যাচটি আজকের বাকি দুটি ম্যাচের তুলনায় একটু বেশি নজর কাড়ছে কিছু কারণে।

১. রোনালদো-রামোস দৈরত্বঃ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও সার্জিও রামোস নাম দুটি বর্তমানে রিয়াল মাদ্রিদ নামটির সাথে সমার্থক। একাধারে মাঠে ও মাঠের বাইরে তারা একে অপরের খুব ভালো বন্ধু। রোনালদো যেখানে রিয়ালের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়ানোর প্রয়াসে ব্যস্ত , তার অপর প্রান্তে অধিনায়ক রামোস প্রতিপক্ষের আক্রমণভাগের জন্য এক বিভীষিকার নাম। রিয়াল মাদ্রিদের পরপর তিনটি চ্যাম্পিয়ান্স লিগ জেতার পিছনে তাদের দুইজনের ভূমিকাই অনেক। ক্লাব ফুটবলের এই সহযোদ্ধারাই আজকে একে অপরের বিপক্ষে আঠে নামবেন।

আজ রোনালদো চাইবেন স্পেনের জালে বল পাঠাতে, আর তাকে যেকোনো মূল্যে ঠেকানোর দায়িত্ব বর্তাবে রামোসের কাঁধে। দুই বন্ধুর দৈরত্বে রিয়াল ভক্তদের বিভক্তরা আর পক্ষ নিবেন তা বলা মুশকিল। কিন্তু ফুটবল ফ্যানরা যে এই দৈরত্ব দেখার জন্য অধীরে আগ্রহে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।

২. স্পেন কোচ আকস্মিক বরখাস্তঃ

স্পেনের বহিষ্কৃত কোচ লোপেতেগুই

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র একদিন আগে মিডিয়াতে খবর প্রকাশ পায় যে বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদের কোচ হতে চলেছেন স্পেন দলের কোচ লোপেতেগুই। বিশ্বকাপ শেষে প্রায় সময়ই কোচের অদল বদল দেখা যায়। কিন্তু বিশ্বকাপ শুরু হবার আগে এরকম ঘোষণা স্পেনের ফুটবল ফেডারেশনের কাছে বিনা মেঘে বজ্রপাত বলে মনে হয়েছিল। বোর্ডের সাথে কথা না বলে এধরনের ঘোষণা দেয়ার জন্য শাস্তি হিসেবে তাই লোপেতেগুইকে সেইদিনই কোচের পদ থেকে বহিষ্কার করে দেয়া হয়। তার জায়গায় তার সহকারি হিয়েরোকে স্পেনের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্থলাভিষিক্ত করা হয়।

বিশ্বকাপ মিশন শুরু হওয়ার ২ দিন আগে কোচকে বহিষ্কার করার পরে স্পেন দলের বর্তমান মানসিক অবস্থা কি তা নিয়ে স্পেন সমর্থকরা বেজায় চিন্তিত। স্পেন দলের এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে পর্তুগাল চাইবে শিরোপা প্রত্যাশীদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার সুযোগকে কাজে লাগাতে।

৩. গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার হাতছানি:

গ্রুপ বি তে স্পেন, পর্তুগালের পাশাপাশি রয়েছে মরক্কো ও ইরান। খুব বড় কোনো দুর্ঘটনা না ঘটলে স্পেন ও পর্তুগাল ২য় রাউন্ডে কোয়ালিফাই করার জন্য ফেভারিট। কিন্তু তাদের মধ্যে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ান হবে সেটাই হচ্ছে তাদের সমর্থকদের কাছে বড় প্রশ্ন। আজকের ম্যাচে তাই যে দল জয়ী হবে তার গ্রুপ চ্যাম্পিয়ান হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। আর গ্রুপ পর্বে চ্যাম্পিয়ান হওয়া মানে ২য় রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া। স্পেন, পর্তুগাল উভয় দলই এই সুযোগকে হাতছাড়া করতে চাবে না।

বিশ্বকাপের শিরোপা প্রত্যাশী এই দুটি দলের মধ্যে যেই বিজেতা হোক না কেন, ফুটবল ভক্তরা আজকে তাদের মধ্যে একটি নান্দনিক ফুটবল ম্যাচ উপভোগ করার অপেক্ষায় রয়েছে।

Post Author: Ashfaq Niloy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *