গত ২০১৪ সালের বিশ্বকাপ এর রানারআপ টিম আর্জেন্টিনা বরাবরই বিশ্বকাপের যোগ্য দাবিদার। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সোনালি যুগের খেলোয়াড়দের খুব সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে এটি। তাই রাশিয়া বিশ্বকাপ ২০১৮-তে জয়লাভ করার জন্য মরিয়া কোচ হোর্হে সাম্পাওলির অধিনস্থ আর্জেন্টিনা টিম। আর্জেন্টিনা দলে আছে অধিনায়ক লিওনেল মেসি, হাভিয়ের মাশচেরানো, নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশপাশি ক্রিস্টিয়ান পাভন, পাওলো দিবালার মতো তরুন প্রতিভা। এই বিশ্বকাপে তাই আর্জেন্টিনা যেকোনো দলের জন্যই হুমকিস্বরূপ।
স্কোয়াডঃ
অন্যান্য টিম এর তুলনায় আর্জেন্টিনা একটু দেরিতে স্কোয়াড ঘোষণা করে (২৩ মে)। দুই একজন ছাড়া মোটামুটি যারা বাছাইপর্ব খেলেছে তারাই স্কোয়াডে আছে। তিনজন গোলরক্ষক, নয়জন ডিফেন্ডার, সাতজন মিডফিল্ডার ও চারজন স্ট্রাইকার নিয়ে ২৩ জনের স্কোয়াড। চলুন দেখি কে কে আছেন এ স্কোয়াডেঃ
গোলরক্ষক
- ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
- নাহুয়েল গুজম্যান (টিগ্রেস)
- উইয়ি ক্যাবায়েরো (চেলসি)
ডিফেন্ডার
- হ্যাভিয়ের মাশচেরানো (হেবেই চায়না ফরচুন)
- নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি)
- মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড)
- ফেদেরিকো ফাজিও (এএস রোমা)
- মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং লিসবন)
- গ্যাব্রিয়েল মের্কাদো (সেভিয়া)
- ক্রিস্টিয়ান আনসালদি (তোরিনো)
- এদুয়ার্দো সালভিও (বেনফিকা)
- নিকোলাস তাগ্লিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম)
মিডফিল্ডার
- আনহেল ডি মারিয়া (প্যারিস সেইন্ট জার্মেই)
- এভার বানেগা (সেভিয়া)
- ক্রিস্টিয়ান পাভন (বোকা জুনিয়র্স)
- জিওভানি লো সেলসো (প্যারিস সেইন্ট জার্মেই)
- লুকাস বিলিয়া (এসি মিলান)
- এনজো পেরেজ (রিভার প্লেট)
- ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্দিপেন্দিয়েন্তে)
স্ট্রাইকার
- লিওনেল মেসি (বার্সেলোনা)
- সার্জিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি)
- গঞ্জালো হিগুয়াইন (জুভেন্টাস)
- পাওলো দিবালা (জুভেন্টাস)
ইনজুরির কারনে দলে যায়গা হয় নি গোলরক্ষক সার্জিও রোমেরোর। তাই এবার আর্জেন্টিনার গোলবার সামলাবেন রিভার প্লেটের ফ্র্যাঙ্কো আরমানি। রিভার প্লেটের হয়ে যার ক্লিন শিট (গোল না খাওয়া) আছে ১২ টি । জায়গা হয়নি ইন্টার মিলান এর মাউরো ইকার্দিরও ।
সম্ভাব্য একাদশঃ
এই বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য ফরমেশন হতে পারে ৩-৪-৩ । নতুন কোচ হিসেবে নিযুক্ত হবার পর হোর্হে সাম্পাওলি এখন পর্যন্ত দলকে বিভিন্ন ফরমেশনে খেলিয়েছেন যেমন ৪-২-৩-১ ,৪-১-৩-২ বা ২-৩-৩-২ । বিশ্বকাপে তাই আর্জেন্টিনা এর যেকোনো একটি ফরমেশনে খেলবে।
৩-৪-৩ ফরমেশনের ক্ষেত্রে গোলকিপার হিসেবে থাকতে পারে ফ্রাঙ্কো আরমানি অথবা উইয়ি ক্যাবায়েরো। রিভার প্লেটের হয়ে এবার সুপার কোপা জিতেছেন আরমানি।
তিনজন সেন্টারব্যাক হবে ম্যাশচেরানো, ওটামেন্ডি আর ফাজিও। ডিফেন্স এর ব্যাপারে কোনো ছাড় দেননি কোচ, তিনজনই বিশ্বমানের ডিফেন্ডার। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন এবার ওটামেন্ডি। ব্যাকআপ সেন্টারব্যাক হিসেবে দলে থাকছেন এএস রোমার ফেদেরিকো ফাজিও এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কোস রোহো ।
মিডফিল্ডে রাইট উইংব্যাক হিসেবে মের্কাদো, লেফট উইংব্যাক হিসেবে খেলতে পারেন মার্কাস অ্যাকুনা। দুজনই দুর্দান্ত ফর্মে আছেন। তাদের দায়িত্ব অ্যাটাকের সময় দুই উইং থেকে সাপোর্ট দেয়া এবং ডিফেন্সে নেমে ক্রস ও থ্রু বল আটকানো। সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন লুকাস বিলিয়া ও জিওভানি লো সেলসো। এদের কাজ মাঝমাঠের বলের দখল নেয়া, প্রয়োজনে নিচে নেমে ডিফেন্ডারদের সাহায্য করা । ব্যাকআপ মিডফিল্ডার হিসেবে থাকছেন এভার বানেগা, ক্রিস্টিয়ান পাভন ও ম্যাক্সিমিলিয়ানো মেজা ।
বরাবরের মতই সবচেয়ে শক্তিশালী আর্জেন্টিনার অ্যাটাক। স্ট্রাইকার হিসেবে গঞ্জালো হিগুয়াইন বা সার্জিও অ্যাগুয়েরোর একজনকে রেখে দুইপাশে খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক, ফুটবল জাদুকর লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। ক্লাব বার্সেলোনার হয়ে এবার লা লিগা ও কোপা দেল রে জিতেছেন মেসি। সেই সাথে সবচেয়ে বেশি গোল (৩৪) করে জিতে নেন নিজের ৫ম গোল্ডেন শু।অ্যাটাকে ব্যাকআপ হিসেবে থাকছেন পাওলো দিবালা কিংবা ক্রিস্টিয়ান পাভন।
শেষকথাঃ
গত বিশ্বকাপের শিরোপার খুব কাছে যেয়েও বিফল হয় আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতেও বেশ বেগ পেতে হয়েছে মেসি বাহিনীর। আর্জেন্টিনার হয়ে বড় কোনো ট্রফি নেই মেসির আর এই বিশ্বকাপ সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ। এবার কি পারবে আর্জেন্টিনা তাদের দুঃখ মোচন করতে? মেসি কি পারবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে? সময়ই বলে দিবে ।