দ্যা নাইট উইচেস: নাৎসিদের বুকে কাঁপন ধরানো কিছু ‘ডাইনি’র কথা

১৯৪২ সালের সোভিয়েত ইউনিয়ন। শত্রু জার্মান নাৎসি বাহিনী তখন দ্রুত অগ্রসর হচ্ছিল সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোর দিকে। সেই সময়ে জার্মানদের প্রতিহত করার জন্য দুঃসাহসী নারী পাইলটদের নিয়ে গঠিত হয় ৫৮৮ রেজিমেন্ট। এই রেজিমেন্টের কাজ ছিল রাতের অন্ধকারে শত্রুপক্ষের ক্যাম্পের উপর বোমা বর্ষণ করা। রাতের অন্ধকারে, প্লাই উডের তৈরি দুই আসনের বিমানে চড়ে, প্রচন্ড শীত মোকাবিলা […]