ইনসোমনিয়া : মানসিক স্বাস্থ্যের এক নীরব ঘাতক

  রাত প্রায় তিনটা বাজে। নিতু চোখ বুজে বিছানায় শুয়ে আছে। তার ঘুম আসছে না। বেশ কয়দিন ধরেই তার এই সমস্যাটা হচ্ছে। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, সে একদমই দিশেহারা। ভালমতো ঘুম না হলে কি পড়ায় মন বসে? কিন্তু কী করবে সে? হঠাৎ নিতু বুঝতে পারলো যে, সে কোনো এক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। ব্যাধিটির নাম […]